Home | দেশ-বিদেশের সংবাদ | জাতির ক্রান্তিলগ্নে ছাত্রলীগ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে : ড. নদভী এমপি

জাতির ক্রান্তিলগ্নে ছাত্রলীগ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে : ড. নদভী এমপি

19665116_1434574046636227_4805064265519483189_n

এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম- ১৫ লোহাগাড়া-সাতকানিয়া আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন বাংলাদেশ ছাত্রলীগের স্বর্ণালী ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন, জাতির দুর্দিন ও ক্রান্তি লগ্নে বাংলাদেশ ছাত্রলীগ বরাবরই কান্ডারির ভুমিকা পালন করেছে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে স্বনির্ভর ও আত্ম মর্যাদাশীল দেশে পরিণত করতে আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ক্ষমতায় আনার কোন বিকল্প নেই। নির্বাচনে দলকে পুণরায় ক্ষমতায় আনতে সকল প্রকার ক্ষুদ্র মতপার্থক্যতা ভুলে ছাত্রলীগকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজ ৭ জুলাই শুক্রবার বিকেলে সাতকানিয়া উপজেলার মাদার্শা বাবু নগর মক্কার বাড়িতে বাংলাদেশ ছাত্রলীগ সাতকানিয়া উপজেলা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক হারেজ মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরক্কোর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদীর’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও সহকারী অধ্যাপক লোহাগাড়ার কৃতিসন্তান মোহাম্মদ মহিউদ্দিন মাহী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক জায়েদ বিন জলিল, সদস্য ইমরান হোসেন চৌধুরী, সাতকানিয়া হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজীব দাশ, মাদার্শা ইউপি চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা এরফানুল করিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য জানে আলম জামাল, পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ কায়েস, সাতকানিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আক্কাস উদ্দিন, সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আবুল কালাম, উপজেলা ছাত্রলীগ নেতা জুনাঈদ, মাদার্শা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তওফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মিনহাজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এস. এম শাহাদত হোসাইন।

সাংসদ ড. নদভী’র প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!