ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৩ বছর

বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৩ বছর

162544PEOPLE-POPULATION

নিউজ ডেক্স : গত বছরের চেয়ে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিছুটা বেড়ে সর্বশেষ পরিসংখ্যানে ৭২ দশমিক ৩ বছরে পৌঁছেছে। আজ বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মনিটরিং দ্যা সিচুয়েশন অব ভাইটাল স্টাটিসটিক্স অব বাংলাদেশ (এমএসভিএসবি) এ প্রতিবেদন প্রকাশ করেছে। আগারগাঁওয়ের পরিসংখ্যানে ভবনে এ প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের গড় আয়ু বৃদ্ধির বিষয়টি জানান।

প্রতিবেদনে বলা হয়, এবার বাংলাদেশের পুরুষের আয়ু ৭০ দশমিক ৮ বছর আর নারী ৭৩ দশমিক ৮ বছরে দাঁড়িয়েছে। ফলে পুরুষের থেকে নারীরা গড়ে তিন বছর বেশি বাঁচছে বাংলাদেশে।

এর আগের পরিসংখ্যানে দেখা যায়, প্রতি বছরই বাংলাদেশের মানুষের গড় আয়ু বাড়ছে। ২০১৭ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ বছর। এছাড়া ২০১৬ সালে ৭১.৬, ২০১৫ সালে ৭০.৯, ২০১৪ সালে গড় আয়ু ছিলো ৭০ দশমিক ৭ বছর। এর আগে ২০১৩ সালে গড় আয়ু ছিলো ৭০ দশমিক ৪ বছর। ২০০৮ সালে গড় আয়ু ছিলো ৬৬ দশমিক ৮ বছর।

নারীদের গড় আয়ু বেশি হওয়ার কারণ প্রসঙ্গে এমএসভিএসবি প্রকল্পের পরিচালক এ কে এম আশরাফুল হক বলেন, নারীদের রোগবালাই কম হয়। তারা উচ্চ রক্তচাপে কম ভোগেন। তাই তাদের গড় আয়ু বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!