ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | জলবতী কন্যা

জলবতী কন্যা

41797693_2335945476433766_2201011859769786368_n

______ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি______

জলবতী কন্যা তোমার
জলের মতো মন
তোমায় ভেবে হৃদয় আমার
সদাই উচাটন!
জলবতী কন্যা তোমার
আগুন-ঝরা রূপ
প্রেম সাজিয়ে অঙ্গমাঝে
থাকো কেনো চুপ!
জলবতী কন্যা তোমার
উদাস করা মুখ
সোহাগ দিতে সেই মুখেতে
প্রচণ্ড উন্মুখ!
জলবতী কন্যা তোমার
দেহে চাঁদের আলো
আমায় ভালোবেসে তুমি
দূর কোরো সব কালো!
জলবতী কন্যা তোমার
চোখে কাজল খেলে
তোমার ঠোঁটে বর্ষারাতে
ময়ূর পেখম মেলে!
জলবতী কন্যা তোমার
মেঘবরণ কেশ
সেই কেশেরই বশে এ মন
হলো নিরুদ্দেশ!
জলবতী কন্যা তোমার
নায়ে দেব পাড়ি
কামের মোহে ভাসিয়ে দিয়ে
নিদ্রা নিলে কাড়ি!
জলবতী কন্যা তোমার
যৌবনেতে ঢেউ
ক্ষণেক্ষণে ভাসাও-ডোবাও
জানে না তো কেউ!
জলবতী কন্যা তোমার
কলসি ভরা তাপ
তোমার জলে ঠান্ডা হতে
তুচ্ছ করি পাপ!
জলবতী কন্যা ওগো
যাবে আমার সঙ্গে
তুমি আমি গা ভাসাবো
এই ধরণীর রঙ্গে!
জলবতী কন্যা এসো
বাড়িয়ে দু’খান হাত
সাঁঝের বেলা তোমায় পেলে
ফুরিয়ে যাবে রাত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!