Home | সাহিত্য পাতা | জন্ম চট্টগ্রামের লোহাগাড়ায়

জন্ম চট্টগ্রামের লোহাগাড়ায়

167

_______মুহাম্মদ সোলাইমান_______

বাংলাদেশের চট্টগ্রামে জন্ম আমি হয়েছি,
লোহাগাড়ার আধুনগরে এখনো আমি রয়েছি।
আখতারিয়া পাড়ায় আমার নিরবধি যে বসবাস,
আখতারিয়া মাদ্রাসাতে আমার দাখিল পাশ।
মাদ্রাসাতে শিখলাম আমি জ্ঞানের প্রথম বুলি,
প্রাথমিক শিক্ষার কথা যাবনা কভু ভুলি।
একটি অক্ষর যে শেখাল, সে আমার গুরু,
আখতারিয়া মাদ্রাসাতে আমার পড়া শুরু।
মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শুরু, বিশ্ববিদ্যালয়ে শেষ,
শিক্ষকতার মহান পেশায় ভাল আছি বেশ।
কবিতা লেখা আমার নেশা, শিক্ষকতা হোক মহান পেশা,
আজকের শিশু আগামী প্রজন্ম, এটাই আমার বড় আশা।
পাঁচ ভাই-বোন, মা নিয়ে ছোট মোদের সংসার,
নামাজ আর রোজার কথা বলত বাবা বারংবার।
আলী আহমদ মেস্ত্রী আমার পিতার নাম,
মাতার নাম আয়েশা বেগম পল্লী জুড়ে নাম।
২রা নভেম্বর ২০০৫ইং বাবার মৃত্যূ হলে,
পরিবারের শান্তি সুখ নিমিষে যায় চলে।
সেই থেকে আজোবধি প্রতিক্ষণে বাবাকে মনে পড়ে,
সুখের প্রদীপ নিভল যে এক নিমিষের ঝড়ে।
তারপরও সবার দোয়ায় আছি শত সুখে,
আল্লাহর কাছে শুকরিয়া তাই করছি মনে-মুখে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!