ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ছাত্র নিহতের ঘটনায় ১০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ছাত্র নিহতের ঘটনায় ১০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজ ডেক্স : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সু-প্রভাত পরিবহনের একটি বাসের চাপায় বিইউপি’র ছাত্র আবরার আহাম্মেদ চৌধুরীর নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলন আজকের (মঙ্গলবার) মতো স্থগিত করে হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পুলিশ, ওই এলাকার কাউন্সিলর ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। ফলে প্রায় ১০ ঘণ্টা পর প্রগতি সরণিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে রবরব পরিবহনের বাসচালক রইসুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে সকাল সাড়ে ৮টার পর এই রুটে ঢুকতেই পারিনি। বাস চলাচল বন্ধ ছিল। এখন অবরোধ তুলে নেয়ার পর বাড্ডার সড়কে ঢুকতে পারলাম। আধা ঘণ্টা  হলো বাস চলছে।

রাইদা পরিবহনের বাসচালক হাশেম আলী বলেন, সকালে কুড়িল পর্যন্ত এসে ফিরে গেছি। প্রায় ১০ ঘণ্টা পর যান চলাচল শুরু হলো। কাল কী হবে জানি না। শুনতেছি কাল না কি আবারো বসবে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে আবরার আহাম্মেদ নিহত হওয়ার ঘটনার পর থেকেই সড়ক অবরোধ করে আন্দোলন করেন তার সহপাঠীসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা আট দফা দাবি জানিয়েছে। দাবিগুলো হচ্ছে-

১. পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে এবং প্রতি মাসে বাসচালকের লাইসেন্সসহ সব প্রয়োজনীয় কাগজপত্র চেক করতে হবে।

২. আটক চালক ও সম্পৃক্ত সবাইকে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

৩. আজ (১৯ মার্চ) থেকে ফিটনেসবিহীন বাস ও লাইসেন্সবিহীন চালককে দ্রুত সময়ে অপসারণ করতে হবে।

৪. ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনীয় সব স্থানে আন্ডারপাস, স্পিড ব্রেকার এবং ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে।

৫. চলমান আইনের পরিবর্তন করে সড়ক হত্যার সাথে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
৬. দায়িত্ব অবহেলাকারী প্রশাসন ও ট্রাফিক পুলিশকে স্থায়ী অপসারণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৭. প্রতিযোগিতামূলক গাড়ি চলাচল বন্ধ করে নির্দিষ্ট স্থানে বাসস্টপ এবং যাত্রী ছাউনি করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৮. ছাত্রদের হাফ পাস (অর্ধেক ভাড়া) অথবা আলাদা বাস সার্ভিস চালু করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!