ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | চুনতিতে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক মতবিনিময়

চুনতিতে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে জনসচেতনতামূলক মতবিনিময়

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় হাতি-মানুষের দ্বন্দ্ব নিসরনে ও হাতির সুরক্ষা নিশ্চিত করণে সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার অভয়ারণ্য এলাকায় পথচারী, স্থানীয় জনগণ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় করা হয়।

এই সময় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনের নেতৃত্বে চুনতি অভয়ারণ্য বিট, হারবাং বিট, আজিজনগর বিটের বিট কর্মকর্তা, স্টাফ, ইআরটি সদস্য, সিপিজি সদস্য, ভিসিএফ সদস্য ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, চুনতি অভয়ারণ্য বিটের সুফিনগর, কালো সিকদার পাড়া, হরিণা গুচ্ছগ্রাম, মিরিখিল নতুন পাড়া, কুলপাগলী, হাটখোলা মুড়া, চাকফিরানী ঘোনার মোড়, বড়হাতিয়ার মনুফকির হাট এবং হারবাং ও আজিজনগর অভয়ারণ্য বিটের উত্তর হারবাং উচ্চ বিদ্যালয়, নতুন বাজার, নাপিতের চিতা, মসজিদ মুড়া, চরপাড়া, জাঙ্গালিয়া, চুরাখোলা, পশ্চিম ভিলেজার পাড়া, গাইনাকাটা এলাকায় জনসচেতনতামূলক মতবিনিময় ও টহল প্রদান করা হয়েছে।

জনসচেতনতামূলক মতবিনিময় সভায় বক্তারা বলেন, বন্যপ্রাণী আমাদের সম্পদ। তাদের রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। বর্তমানে পাহাড়ে পর্যাপ্ত খাবার না থাকায় হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ছে। তাই আমাদেরকে পাহাড়ে হাতির খাবার নিশ্চিত করতে হবে। সরকার হাতির আক্রমণে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেছে। যেসব স্থানে হাতি হানা দিচ্ছে সেসব স্থানে এলিফ্যান্ট রেন্সপন্স টিম (ইআরটি) গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!