এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার চুনতিতে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ আগস্ট) জোহরের নামাজের পর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় এক জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সংক্ষিপ্ত আলোচনা করেন চুনতি ইউনিয়ন বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ শহিদুল্লাহ। তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনে যারা মৃত্যু বরণ করেছেন তারা আমাদের বীর। তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।
এই সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।