নিউজ ডেক্স : নগরীতে চাক্তাই খাল থেকে মাথা ও হাত-পা ছাড়া এক পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এই মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরিচয়বিহীন ওই পুরুষের মরদেহ দেখে তাকে করাত দিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে ধারণা করছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।
কর্ণফুলী নদীর মোহনা থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে বাকলিয়ার আব্দুল লতিফের হাট এলাকায় চাক্তাই খালে সেটি পাওয়া গেছে বলে জানিয়েছেন ওসি। মরদেহের খণ্ডিত অংশটি বস্তাবন্দি ছিল বলেও জানিয়েছেন ওসি।
‘লাশ প্রায় পচে গেছে। পোকায় ধরে গেছে। ধারণা করছি, ১০-১৫ দিন আগে খুনের পর লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় হয়ত জানা যাবে। ’ বলেন ওসি
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।