
আন্তর্জাতিক ডেক্স : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত রোববার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সেখানে সোমবার সাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। অর্থাৎ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হবে মঙ্গলবার (১৩ এপ্রিল)।
রোববার (১১ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক খালিজ টাইমস এ তথ্য জানায়।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিশর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

খালিজ টাইমস প্রতিবেদনে জানিয়েছে, রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। চাঁদ দেখা না যাওয়ায় চাঁদ দেখা কমিটি আগামী মঙ্গলবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।
রমজান মাস ইসলামের অন্যতম স্তম্ভ। বছরে একটি মাস মুসলিমরা সিয়াম সাধানার মাধ্যমে আল্লাহকে পাওয়ার সাধনা করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র রমজান মাস।
Lohagaranews24 Your Trusted News Partner