____ফিরোজা সামাদ____
অাজ এমনি পূর্ণিমা চাঁদনী রাত !
জোছনার প্লাবন বয়ে যায় অন্তরজুড়ে !!
বিশ্ব চরাচর ভেসে যায় যেনো
ফিনকি দেয়া অালোর বিচ্ছুরণে
কোনো এক নাবলা ব্যথার সাগর সঙ্গমে !!
বুকের মাঝখানে হৃদয়ের অতলে
টুপটাপ ঝরে পড়ে কিছু যন্ত্রণারা
টলটলে শিশির দানার মতো !!
কান্নার নোনাজল লুকিয়ে হাসে
নীরব বেদনায় অামার অাঁখিদ্বয় !!
কখনো বা ঢেউ হয়ে অাছড়ে পড়ে
চোখের কিনারে শুকনো বালুহীন চরে !!
এমন কিছু সুখ রয়েছে জীবনে
যা বুকের ভেতরে বড্ড বেদনা বাড়ায় !!
এই সুখ এমনই নিঠুরিয়া সুখ
গোপনে দু’নয়নে অবিরাম শ্রাবণ ঝরায় !!
এই সুখ যেনো অন্তহীন কোনো এক
সাগর পাড়ের চোরাবালি
সকরুণ সুরে প্রতিনিয়ত ডাকে আমায় !!
সেই সুরের যাদুকর বেলা অবেলায়
ডেকে নিয়ে যায় অামায় অতল গহ্বরে !!