_______ফিরোজা সামাদ _______
একবার চক্ষু বন্ধ করে ভেবে দেখো তুমি ……… !!
ট্রাম্প হয়েছে স্বেচ্ছায় গৃহবন্দী
যে সবচেয়ে ক্ষমতাধর,
ইউ এস এর টাইমস্কয়ার শূন্য
সেতো করছে হাহাকার !!
স্বপরিবারে স্বেচ্ছায় বন্দী হলো
অাজ কানাডার প্রধানমন্ত্রী,
লণ্ডনের রাণী পালিয়েছে কোথায়
পাশে নেই সিপাহি শাস্ত্রী !!
ইউকে এর সাঁকো মানব শূন্য
ভ্যাটিকানে শুধু কবুতর,
ক্বাবার চারপাশে ঘুরছেনা মুসলিম
শূন্য অাজ ক্বাবার চত্বর !!
মধুচন্দ্রিমা ছলে ভাসছেনা জলে
ভেনিসের কপোত-কপোতী,
অানন্দ উল্লাস থমকে গিয়েছে
পর্যটক নিয়েছে নিষ্কৃতি !!
কোনো সমরাস্ত্র কোন্দল ছাড়া
সমগ্র ইউরোপ অবরুদ্ধ,
নেই গোলাবারুদ বিমান কামান
নেই তো কোনো যুদ্ধ !!
অাকাশ পথে উড়ছে না বিমান
স্থল পথে কোনো গাড়ি,
জলযানও অাজ থমকে অাছে
গোটা ধরণী গেছে নড়ি !!
ক্ষুদ্র একটি করোনা ভাইরাস
যার স্রস্টার ক্ষমতা অসীম,
অামি তুমি সবাই তাঁহার কাছে
কতো অসহায় এতিম !!
কতো দর্প অার কতো ক্ষমতা
দেখাও ধরণীর পর,
ভেবে দেখো স্রস্টা সঙ্কেত বিহীন
পৃথিবী করেছে স্থবির !!
কাঁপছে দেখো থরথর করে
মানুষ অার গোটা বিশ্ব,
যিনি নিমিষেই করতে পারেন
এই পৃথিবীকে ধ্বংস !!
মানুষে মানুষে ভেদাভেদ করো
জাতি ধর্ম পুঁজি করে,
সীমানা দিয়ে বন্ধ রাখো মনুষ্যত্ব
সৈনিক ও কাঁটাতারে !!
কোথায় তোমার পেশি শক্তি
কোথায় তোমাদের বুলেট?
অাটকাও এবার করোনা ভাইরাস
দেখি কতো অাছে দাপট !!
হিংসা স্বার্থপরতা পরিহার করে
এসো মিলে করি পণ,
সকল ভেদাভেদ ভুলে গিয়ে করি
মহান স্রস্টায় সমর্পণ !!
নিজ নিজ স্বার্থ ভুলে গিয়ে এসো
স্রস্টার সৃষ্টিকে ভালোবাসি,
চলো তাঁহার তরে কেঁদে ক্ষমা চাই
নয়নের জলে ভাসি !!