নিউজ ডেক্স : চলন্ত বাস থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শাহ আমানত সেতুর উত্তর প্রান্তে বাকলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন (২৫) এর বাড়ি সাতকানিয়া উপজেলায় বলে জানা গেছে।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, ছেলেটি চলন্ত বাস থেকে দ্রুত নামার চেষ্টা করলে পড়ে যায় এবং বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বাস চালকের সহকারী আজিজ প্রকাশ সাকিব (২৫) ও দুই নারীসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গেছে, বাসে এক নারী যাত্রীকে উত্যক্ত করার ঘটনায় ওই যুবককে অন্যান্য যাত্রীরা মারতে উদ্যত হয়। এ সময় সে চলন্ত বাস থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।