এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা ৯ নং ওয়ার্ডের রাজঘাটা গ্রামের পশ্চিম-দক্ষিণপার্শ্বে টংকবতি নদীর ভাঙ্গনে উত্তরকূল ঘেষে যাওয়া কয়েকশত ভিটা-বাড়ি বিলীন হওয়ার পথে। নদীর পাশের বসবাসরত কয়েকশত পরিবার ক্ষতির সম্মুখীন। বর্ষা আসলেই স্থানীয় অধিবাসীরা আতংকের মধ্যে দিনাতিপাত করেন। বর্ষায় টংকাবতির পানিতে নদীরকূল ভেঙ্গে তাদের বসতভিটা নদীর সাথে বিলিন হয়ে যায়।
অনেক জনপ্রতিনিধি সমস্যা সমাধানের প্রতিশ্র“তি দিয়ে নির্বাচনী বৈতরণী পার করেন। কিন্তু নির্বাচন পরবর্তী তাদের দেখা মেলে না। কোন খোঁজ খবরও রাখেন না। মাঝে মধ্যে লোক দেখানো কিছু কাজ হয়, কিন্তু তা টেকসই হয় না। এখনো ভাঙ্গন অব্যাহত রয়েছে। অতি দ্রুত ভাঙ্গন রোধ করতে না পারলে যে কোন সময় বিলিন হয়ে যেতে পারে আশেপাশের কয়েকশত পরিবারের ভিটা-বাড়ি।
এ সমস্যা সমাধানে লোহাগাড়া-সাতকানিয়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খানসহ স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। নতুবা বিলীন হয়ে যাবে শত বছরের টংকাবতির কুলঘেষা কয়েকশত পরিবারের বসতভিটা।