Home | ফটোফিচার | চরম্বার বিবিএম ইটভাটায় ঝুঁকিপূর্ণ শ্রমিক

চরম্বার বিবিএম ইটভাটায় ঝুঁকিপূর্ণ শ্রমিক

237

লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইটভাটায় ঝুঁকি নিয়ে কাজ করছে শ্রমিকরা। এতে যে কোন মুহুর্তে মারাত্মক দূর্ঘটনা ঘটতে পারে। প্রাণহানী হতে পারে। সম্প্রতি চরম্বার এক ইটভাটায় পাওয়ার টিলারের ধাক্কার এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্প্রতি লোহাগাড়া উপজেলার চরম্বা বিবিএম ইটভাটা থেকে ছবি ক্যামেরাবন্দী করেছেন এরশাদ হোসাইন। প্রতিবেদন লোহাগাড়ানিউজ২৪টকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!