ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চমেক হাসপাতাল থেকে দুই দালাল আটক

চমেক হাসপাতাল থেকে দুই দালাল আটক

নিউজ ডেক্স : চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গাইনী ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) সকালে হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ওয়ার্ড থেকে তাদের আটক করা হয় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক। আটককৃতরা হলেন- রাজীব বৈদ্য (৩২) ও শুভ দাস (২০)।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই দুই ব্যক্তি। তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো। বুধবার সকালে তাদের গাইনী ওয়ার্ড থেকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ গত ২০ এপ্রিল সরকারি ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার সময় চমেক হাসপাতালের এক কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ। রতন দত্ত নামে ওই কর্মচারীও চমেক হাসপাতালের ৩৩ নম্বর গাইনী ওয়ার্ডের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। এছাড়া  ২৫ এপ্রিল একই ওয়ার্ড থেকে কামরুল ইসলামের প্রচেষ্টায় ওয়ার্ডের ভেতর থেকে সজল চৌধুরী তুফান নামের আরও এক দালালকে আটক করা হয়। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!