নিউজ ডেক্স: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে আরও দুই দালালকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ অক্টোবর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবারও (৫ অক্টোবর) তিন দালালকে আটক করেছিল পুলিশ। রোববার আটকরা হলেন, কার্তিক দত্ত (৪০) ও উত্তম দাশ (৪৮)।
দীর্ঘদিন ধরে তারা হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়া সহ বিভিন্ন অনিয়মে সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
তিনি জানান, হাসপাতালে দালালের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চলছে। যা অব্যাহত থাকবে। আজও দুই দালালকে আটক করে আদালতে চালান করেছি। -বাংলানিউজ