নিউজ ডেক্স : ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানার আশঙ্কায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর জেটিতে অবস্থানরত বড় জাহাজগুলোকে আগেভাগেই জেটি ছেড়ে বহিঃনোঙ্গরে চলে যেতে নির্দেশ দেয়া হয়েছে। বাইরে থেকে বন্দরে পণ্যবাহী জাহাজ প্রবেশ নিষেধ করা হয়েছে। এছাড়া লাইটার জাহাজগুলোকে কর্ণফুলীর উজানে নিরাপদ অবস্থানে চলে যেতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে আবহাওয়া অধিদপ্ততর দেশের চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পর চট্টগ্রাম বন্দর নিজস্ব অ্যালার্ট ফ্রি জারি করেছে।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ বন্দরে অবস্থানরত জাহাজসমূহকে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেভাগে বন্দর ত্যাগের নির্দেশ দিয়েছেন।