নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের পাহাড়তলী থেকে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (১৭ আগস্ট) ভোরে ভেলুয়ার দীঘির উত্তর পাড়ের ইঞ্জিনিয়ার কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন ফয়সাল (২৭) ও ইয়াসিন আরাফাত সাদ্দাম (২৭)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, সম্প্রতি পাহাড়তলীসহ আশপাশের এলাকায় কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। গতকাল রাতে ওই চোর চক্রের দু’জনের খোঁজ পেয়ে ভোরে অভিযান চালায় পুলিশ। ভেলুয়ার দীঘির উত্তর পাড়ের একটি ভাড়া বাসা থেকে চোর চক্রের দু’জনকে আটক করা হয়। এ সময় দুটি চোরাই মোটরসাইকেলও জব্দ করা হয়।
তিনি আরও জানান, তাদের মধ্যে ফয়সালের বিরুদ্ধে আগেও চুরি-ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা আছে। মোটরসাইকেল জব্দের ঘটনায় তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় আরও একটি মামলা করা হয়েছে।