এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৫ লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়ায় বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে বনপুকুর এলাকায় চুনতি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ শহীদুল্লাহ।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নাজমু মোস্তফা আমিন। মানববন্ধনে উপজেলার ৯ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিবরা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত সময়ের মধ্যে ৬ লেনে উন্নীত করার দাবী জানান। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেওয়া হয়।