এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কস্থ উপজেলার আধুনগর বাস স্টেশনে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মু. আসাদুল্লাহ ইসালামাবাদী ও এসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা আ.ন.ম নোমান প্রমূখ।
বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা দূর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। প্রতিনিয়ত এসব দুর্ঘটনা রোধের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নতি করার কোন বিকল্প নেই। দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশ চার লেনে উন্নতি করার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
উল্লেখ্য, ঈদের দিন ও তৃতীয় দিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পৃথক সড়ক দূর্ঘনায় ১৫ জনের মৃত্যু হয়েছে।