নিউজ ডেক্স : চট্টগ্রাম আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘাত হয়েছে মোবাইলে সেলফি তোলা নিয়ে।
সোমবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে আদালত ভবনের নিচতলায় এই ঘটনা ঘটেছে। এতে আসলাম চৌধুরীর সামনে ছুরিকাঘাতে দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, কারাবন্দি আসলাম চৌধুরীকে জেলা জজ আদালতে একটি মামলায় হাজিরার জন্য নেয়া হয়েছিল। আদালতের কার্যক্রম শেষে প্রিজন ভ্যানে তোলার সময় তার কর্মীরা সেলফি তোলা নিয়ে মারামারি শুরু করেন। এসময় ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ এসে দ্রুত আসলাম চৌধুরীকে প্রিজন ভ্যানে তুলে দেয়। এরপর কর্মীরা সবাই চলে যায়।
আহতদের পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছেন নির্মলেন্দু।
-সিটিজি টাইমস