নিউজ ডেক্স : বায়েজিদ থানাধীন ড্রাইভার কলোনির মোড়ে লেগুনার ধাক্কায় আলাউদ্দিন (৪০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ভোলা জেলার রায়রাবাদ এলাকার আবদুল মাজেদের ছেলে। তিনি বায়েজিদ থানার ইসলামপুর এলাকায় থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকাল সাড়ে নয়টায় গুরুতর আহত অবস্থায় আনা হলে আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার সময় রিকশার ওপর বসা ছিলেন তিনি।
