নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার পেছনের বাসের ধাক্কায় এক রিকশাচালক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। নিহত ওই রিকশা চালকের নাম তসলিম মিয়া। তিনি তখন রিকশা দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সে দিনাজপুরের ঘোড়াঘাট দামপাড়া এলাকার আবদুল আজিজের ছেলে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, তসলিম মিয়া নিজের রিকশা রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি আন্তঃজেলা বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় পৌন আটটার দিকে চমেক হাসপাতালে তিনি মারা যান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।