নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় সাকেরা বেগম (৪৫) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এতে আরো অন্তত দুইজন আহত হয়েছেন।
বুধবার সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকেরা বেগম কক্সবাজার জেলার রামু থানাধীন পূর্ব মেরুং এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, সাকেরাসহ আহতরা টেম্পুযোগে নতুন ব্রিজের দিকে যাচ্ছিলেন। পথে কক্সবাজারমুখী একটি বাস টেম্পুটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চমেকে নেয়া হলে সাকেরাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।