নিউজ ডেক্স : চট্টগ্রামের বন্দর থানাধীন একটি ফিলিং স্টেশনের পাশে গ্যারেজে দুটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার ভোর ৫টার দিকে সৈকত ফিলিং স্টেশনসংলগ্ন গ্যারেজে এঘটনা ঘটে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন। -বিডিনিউজ
তিনি বলেন, বন্দর ফায়ার স্টেশনের কর্মীরা সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে বোয়ালখালীতে বড়ুয়ার টেক এলাকায় আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। এতে হতাহতের কোনে খবর পাওয়া যায়নি।
জসিম বলেন, ভোর রাত সোয়া ৩টার দিকে প্রবল বড়ুয়া ও কণক বড়ুয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চেষ্টায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।