নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে আবুল কালাম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) সকাল সোয়া ১০টার দিকে জুট রেলি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন।
স্থানীয় সূত্র জানায়, সদর ঘাট জুট রেলি ঘাট এলাকায় অক্সিজেনবাহী সিলিন্ডার বিষ্ফোরণে ভ্যানচালক কালাম নিহত হন। স্থানীয়রা এ সময় নিহতের মরদেহ উদ্ধার করে সদরঘাট থানার উপপরিদর্শক (এসআই) নয়ন বড়ুয়াকে বুঝিয়ে দেয়।
