নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় রোববার দুপুর একটার দিকে ইব্রাহিম মানিক নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কি কারণে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।
চট্টগ্রাম মেডিক্যার কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, নগরীর নিউমার্কেট এলাকায় নালার পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল ইব্রাহিম। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। -সিটিজি টাইমস