Home | ব্রেকিং নিউজ | চট্টগ্রামে গণিত পরীক্ষায় অনুপস্থিত ১৬৯৭

চট্টগ্রামে গণিত পরীক্ষায় অনুপস্থিত ১৬৯৭

নিউজ ডেক্স : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসির গণিত বিষয়ের পরীক্ষায় ১ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

জানা গেছে, চট্টগ্রামে ১২৫ কেন্দ্রে ১ লাখ ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯৯ হাজার ৮৫৫ জন। অনুপস্থিত ১ হাজার ১৯৯ জন।

কক্সবাজারে ২৯টি পরীক্ষা কেন্দ্রে ২১ হাজার ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ৮৭১ জন এবং অনুপস্থিত ২৬৭ জন।

রাঙামাটি জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ৫৬৩ জনের মধ্যে অংশ নেয় ৬ হাজার ৫০১ জন। অনুপস্থিত ৬২ জন পরীক্ষার্থী।

খাগড়াছড়ি জেলায় ২৩টি পরীক্ষা কেন্দ্রে ৭ হাজার ২৬৫ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ১৬১ জন এবং অনুপস্থিত ১০৪ জন।

বান্দরবান জেলায় ১৫টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৩৪৮ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ২৮৩ জন এবং অনুপস্থিত ৬৫ জন পরীক্ষার্থী। ২১৩টি পরীক্ষা কেন্দ্রে মোট অনুপস্থিত ১ হাজার ৬৯৭ জন।

মাধ্যমিক ও উচ্চ  মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৬৯৭ জন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। সেই সঙ্গে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!