নিউজ ডেক্স : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ইসকান্দর মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ালো।
বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গোলাম মোস্তফা জামাল। মৃত ইসকান্দর মিয়া চট্টগ্রাম নগরের সরাইপাড়া এলাকার বাসিন্দা।
ডা. গোলাম মোস্তফা জামাল বলেন, জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। করোনা পজেটিভ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়।
চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১১৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। মারা গেছেন ৯ জন। বাংলানিউজ