
নিউজ ডেক্স : করোনা সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে চট্টগ্রামে বাড়ছে মৃত্যুর হার। এর মধ্যে উপজেলার তুলনায় নগরে মৃত্যুর সংখ্যা বেশি। মঙ্গলবার (২৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক মাসের তালিকায় করোনার এমন তথ্যে উঠে আসে।
এতে দেখা যায়, গত ২২ মে থেকে ২২ জুন পর্যন্ত ৩০ দিনে ৯৯ জন মারা গেছেন। এর মধ্যে উপজেলায় ২৬ জন এবং মহানগরে ৭৩ জন মারা যান। গত ২৯ মে, ৩ জুন এবং ১৩ জুন সর্বোচ্চ ৬ জনের করে মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত এক মাসে ৯৯ জন। তবে মৃত্যুর হার বিবেচনায় সুস্থতার হার বেশি। তা ছাড়া স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ কমানো সম্ভব হবে।

চট্টগ্রামে করোনায় মোট মৃত্যুর মধ্যে নগরে ১১২ জন এবং উপজেলায় ৩২ জন। উপজেলার মধ্যে সীতাকুণ্ড উপজেলায় সর্বোচ্চ ৯ জন। অন্যদিকে মহানগর এলাকার মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন হালিশহর এলাকায় এবং ৯ জন করে কোতোয়ালী ও পাহাড়তলী এলাকার মারা গেছেন। বাংলানিউজ