Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে কন্টেইনারবাহী লরিচাপায় দুই আরোহী নিহত

চট্টগ্রামে কন্টেইনারবাহী লরিচাপায় দুই আরোহী নিহত

20769957_1416355065067236_8858157244913547333_n

নিউজ ডেক্স : চট্টগ্রামে কন্টেইনারবাহী একটি ট্রেলার চাপায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুইজন।

রোববার সকাল পৌনে ১০টার দিকে বন্দরনগরীর নিমতলা মোড় থেকে ৫শ’ গজ দূরে বিশ্বরোডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বন্দর থানার ওসি ময়নুল ইসলাম জানান, কন্টেইনারবাহী ট্রেলার ও অটোরিকশাটি নিমতলা মোড়ের দিকে যাচ্ছিল। এসময় ট্রেলারটি উল্টে গিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং দুইজন আহত হন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দু’পাশে বহু গাড়ি আটকে থাকতে দেখা যায়। পরে ট্রেলারটি সরিয়ে নিলে বেলা সাড়ে ১১টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!