নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ও ৪০০ লিটার চোলাই মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ওই এলাকার নতুন পাড়া ও ফায়ার সার্ভিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন চট্টগ্রাম জোরারগঞ্জ থানার ফয়েজ আহম্মদের ছেলে মো. শাহাব উদ্দিন (৩৪) ও রাউজান থানার কাজিপাড়া আনু মিয়ার বাড়ির বাচা মিয়া (৩৫)

বায়েজিদ বোস্তামী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ভোরে শাহাবুদ্দিনকে ১৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের সামনের সড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক বাচা মিয়াকে আটক করা হয়।