
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের রেল স্টেশন এলাকায় বৃহস্পতিবার (১৪ জুন) সকালে রেল স্টেশনে ঢোকার মুখ থেকে অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তাদের কাছ থেকে অজ্ঞান করার ওষুধ এবং ছোরাসহ তাদের গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেফতার চারজন হলেন মো. রফিক মিয়া বাবুল (৫০), মো. মনির (৩৫), মেহেদী হাসান (২৮) ও সাহাবুদ্দিন (৩০)। ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতার চারজন সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সদস্য। তারা ছিনতাইয়েও জড়িত। ঈদকে কেন্দ্র করে মানুষের মূল্যবান জিনিসপত্র ও টাকা হাতিয়ে নেওয়া তাদের উদ্দেশ্য।
গ্রেফতার চারজনের কাছে অজ্ঞান করার বিভিন্ন ওষুধ এবং ৩টি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

Lohagaranews24 Your Trusted News Partner