Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামের ১৬ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

চট্টগ্রামের ১৬ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

নিউজ ডেক্স: চট্টগ্রামের ১৬ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নির্বাচনী বোর্ড গত সপ্তাহে তা চূড়ান্ত করে।

কেন্দ্রের নির্দেশনা পেয়ে দলের এলাকাভিত্তিক সভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। চূড়ান্ত হওয়া প্রার্থীদের নিজ নিজ সংসদীয় এলাকায় কাজ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
নগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়দুল্লাহ বলেন, নির্বাচনী বোর্ড আছে। প্রার্থী উনারাই চূড়ান্ত করেন। কেন্দ্রের নির্দেশনার পর আঞ্চলিক সম্মেলনগুলোতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় এক নেতা জানান, প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। যাদের নাম এসেছে তারাই শেষ পর্যন্ত থাকতে পারেন। তবে বিশেষ কোনও কারণে প্রার্থী পরিবর্তন হতে পারে। আর জোটের ক্ষেত্রে কয়েকটি আসন ছেড়ে দেওয়ার প্রয়োজন হলে দল সেটাও করবে।

১৬ আসনে প্রার্থী যারা

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) ডা. ফজলুল হক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী–হালিশহর) অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) শফিউল আলম, চট্টগ্রাম-১২ (পটিয়া) ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ডা. শাহাদৎ হোসাইন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলাম।

সংগঠনের কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে কিছু না বলার আগে মন্তব্য করতে রাজী হননি নগর জামায়াতের সেক্রেটারি, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন।

নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী বলেন, দলের সংসদীয় বোর্ড বসেছিল। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। চলতি সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!