নিউজ ডেক্স : চকরিয়ায় মাথাবিহীন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের বালুরচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান।
নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানালেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ওসি বখতিয়ার বলেন, সকালে স্থানীয়রা ওই মৃহদেহ পড়ে থাকতে দেথে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
লাশটি মাথাবিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও মাথার সন্ধান মেলেনি। এ পুলিশ কর্মকর্তা জানান, নিহত যুবকের গায়ের রং কালো, মুখে দাঁড়ি এবং পরনে জিন্স প্যান্ট ও ফুলহাতা সাদা চেক শার্ট রয়েছে।
তবে মাথা ছাড়া নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। মাথার সন্ধানে পুলিশ বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।