
নিউজ ডেক্স : কক্সবাজারের চকরিয়ায় অটোরিক্সা উল্টে টিন ছিটকে গলা কেটে মাওলানা রুহুল কাদের (৩২) নামের এক মোয়াজ্জিনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকায় এই ঘটনা ঘটে।
রুহুল কাদের পৌরসভার পূর্ব নিজাপানখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং ভাঙ্গারমুখ জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড়ের কাউন্সিলর মো. বেলাল উদ্দিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে ভাঙ্গারমুখ এলাকায় যাচ্ছিলেন রুহুল কাদের। এ সময় বিপরীত দিক থেকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা ছাদের উপর করে টিন নিয়ে যাচ্ছিলেন। ভাঙ্গারমুখ এলাকা পৌঁছলে অটোরিক্সাটি উল্টে গিয়ে টিন ছিটকে রুহুল কাদেরের গলায় গিয়ে পড়ে। এ সময় তার গলার অর্ধেকাংশ কেটে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
Lohagaranews24 Your Trusted News Partner