নিউজ ডেক্স : ফটিকছড়িতে নিজ ঘরের ছাদ ভেঙ্গে জিনিয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে দক্ষিণ ফটিকছড়ির সাদেকনগর ৭ নম্বর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিনিয়া আক্তার স্থানীয় আবুল কাশেমের স্ত্রী। – বাংলানিউজ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।