এলনিউজ২৪ডটকম : শহরের শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় প্রত্যন্ত গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও শিক্ষার মান বাড়াতে হবে। শুধু জিপিএ-৫ পেলে হবে না, শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। গত ৭ জানুয়ারী বিকেলে চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের আল্লামা আলহাজ্ব মুহাম্মদ ফৌজুল কবির (রহঃ) প্রতিষ্ঠিত আল্লামা ফজলুল্লাহ (রহঃ) আদর্শ মাদ্রাসার ২০১৭-২০১৮ ইং সনের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান মরক্কোর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদির’র আন্তর্জাতিক সম্পক বিভাগের সহকারী অধ্যাপক ও ডাইরেক্টর মুহাম্মদ মহিউদ্দীন মাহী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা এস. এম লুৎফুর রহমান, আলহাজ্ব মৌলানা মুহাম্মদ ইসমাইল কবির, আলহাজ্ব মৌলানা নুরুল হক, আব্দুল মন্নান সিকদার (মেম্বার), আলহাজ্ব মৌলানা ফেরদাউস আহমদ, এ. বি. এম মিজবাহ উদ্দীন আরিফ, ফরিদুল আলম, আব্দুল আলিম, মাহফুজুর রহমান, ছালে আহমদ, মামুনর রশীদ, নাজিম উদ্দীন, ফকরুল ইসলাম, মমতাজ উদ্দিন, হুমায়ুন কবির, তপছির উদ্দিন (মুন্সী), সাজ্জাদ ও মুছা কলিমুল্লাহ প্রমূখ।
নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা সেক্রেটারি এম, ইব্রাহিম কবির ও আলহাজ্ব মোক্তার হোছাইন সিকদার।।
কমিটি অভিষেক অনুষ্টানে প্রধান অতিথি মহিউদ্দিন মাহিকে “চুনতি আদর্শ নাগরিক উন্নয়ন পরিষদ” ও “নারিশ্চা আদর্শ ক্রীড়া সংস্থা”র পক্ষ থেকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।