এলনিউজ২৪ডটকম : ঐতিহ্যবাহী গারাংগিয়া কামিল মাদ্রাসার ৩ দিন ব্যাপী ৯৮তম বার্ষিক সভা, ঈদে মিলাদুন্নবী ও সীরতুন্নবী (সঃ), হযরত বড় হুজুর কেবলা (রাহঃ) ও হযরত ছোট হুজুর কেবলা (রাহঃ)’র ইছালে সওয়াব মাহফিল আগামী ২২ ফেব্র“য়ারী অনুষ্ঠিত হবে।
মাদ্রাসা মায়দানে আয়োজিত এ মাহফিল ২২ থেকে ২৪ ফেব্র“য়ারী পর্যন্ত চলবে। অনুষ্ঠিতব্য মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।