নিউজ ডেক্স : লোহাগাড়া উপজেলার বি. জি. সেনেরহাট উচ্চ বিদ্যালয়ে আজ ২৬ মার্চ সকালে স্বাধীনতা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী বলেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মাধ্যমে গরিব-দুঃখী-মেহনতী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য। তিনি জেল-জুলুম-হুলিয়া, শত যন্ত্রণা, দুঃখ-কষ্ট-বেদনাকে সহ্য করেও বাংলার কৃষক-শ্রমিক জনতার মুখে হাসি ফোটানোর জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়েছেন। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এই তিনটি বিষয়কে বাংলার জনগণ একবৃত্তে তিনটি চেতনার ফুল হিসেবেবন মনে করে। এই কারণে বিশ্বের মুক্তিকামী মানুষের মাঝে বঙ্গবন্ধু চিরদিন অম্লান থাকবে এবং বাংলার জনতার হৃদয়ে চিরভাস্বর থাকবেন।
সভাপতিত্ব করেন অত্র স্কুল কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য আনোয়ার কামাল। বক্তব্য রাখেন স্কুলের দাতা সদস্য শুকলাল শীল, সোনাকানিয়া চেয়ারম্যান নুরু আহমদ, ড. নদভী এমপি’র একান্ত সচিব এরফানুল করিম, সাবেক অত্র ওয়ার্ড মেম্বার অনিল বডুয়া, শিক্ষক চিরঞ্জন ধর, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া রুনা, সোনাকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আফছার কোম্পানি, নার্গিস আক্তার মুন্নী সাধারণ সম্পাদিকা সোনাকানিয়া মহিলা উন্নয়ন পরিষদ, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার আহমদ হোসেন, উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল,মোহাম্মদ ইদ্রীচ, মহিলা নেত্রী জিনিয়া আক্তার, নুর নাহার বেগম, ষৌলক দিদি প্রমুখ।
অধ্যাপক শাব্বির আহমদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।