Home | লোহাগাড়ার সংবাদ | খেলাধুলায় পারে যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে : প্রধানমন্ত্রীর সামরিক সচিব

খেলাধুলায় পারে যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে : প্রধানমন্ত্রীর সামরিক সচিব

86

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ২০ জুলাই বিকেল ৪টায় উপজেলা সদরের শাহপীর পাইলট স্কুল সংলগ্ন অলি আহমদ বীরবিক্রম ষ্টেডিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম’র সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি বলেন, জয়-পরাজয় বড় কথা নয়। অংশগ্রহণ করাই মূল কথা। খেলাধুলায় পারে যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে। তিনি এ টুর্নামেন্ট আয়োজন করায় উপজেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানান। তৃণমূল পর্যায়ে দক্ষ খেলোয়াড় সৃষ্টি করায় টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য বলে ইউএনও ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু আসলাম জানিয়েছেন। উদ্বোধনী খেলায় পদুয়া ইউনিয়ন একাদশ বনাম আমিরাবাদ ইউনিয়ন একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। পদুয়া আমিরাবাদকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করেছে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে লোহাগাড়া থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার এসকে সামশুল আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহিদুল কবির সেলিম, কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ফজলে এলাহী আরজু, মিজানুর রহমানসহ অগণিত দর্শক, ক্রিড়ামোধী, সুধী, সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!