নিউজ ডেক্স : ভোগ্যপণ্যের বৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত শ্রমিক মো. মাসুদ (৪১) মারা গেছেন।
আজ বুধবার ভোর ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মরা যান। নিহত মো. মাসুদ চাক্তাই রাজখালী রোডের মো. বেলায়েত হোসেন বেপারির ছেলে।

প্রসঙ্গত, মো. রাসেল নামের এক পিকআপ চালকের সাথে কথা কাটাকাটির জের ধরে গত সোমবার সন্ধ্যার দিকে খাতুনগঞ্জের চাঁন মিয়া গলিতে দুর্বৃত্তরা শ্রমিক মাসুদকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় পিকআপ চালক মোহাম্মদ রাসেল (২৩) ও আরও ৫-৭ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালী থানায় মামলা করেছেন আহত শ্রমিক মাসুদের ছেলে মোহাম্মদ বাবুল (২১)। -আজাদী অনলাইন