এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ক্যান্সার আক্রান্ত মা মনোয়ারা বেগমকে (৪৫) বাঁচাতে আকুতি জানিয়েছেন একমাত্র ছেলে মো. ফরমান উল্লাহ (এহছান)। মনোয়ারা বেগম উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৌলভী পাড়া মৃত আহমুদুর রহমানের স্ত্রী।
জানা যায়, প্রায় ১১ মাস পূর্বে ক্যান্সার রোগে আক্রান্ত হন মনোয়ারা বেগম। এরপর থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছেন। ২২ দিন পর পর থেরাপী দিতে হচ্ছে। তার জন্য প্রয়োজন বহু টাকা। ইতোমধ্যে তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে শেষ সম্বলুটুকুও বিক্রি করতে হয়েছে।
তাই ছেলে ফরমান উল্লাহ ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসাসেবা চালিয়ে যেতে সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : হিসাব নং- ০২০৩৪০০২৬৩৩, ব্যাংক এশিয়া লিঃ, লোহাগাড়া শাখা, চট্টগ্রাম। বিকাশ : ০১৮৬৪-৫২০০৩২