_____মুহাম্মদ সোলাইমান_____
কুয়াশায় ঢাকা আমাদের গাঁ
ঝরে শিশির বিন্দু,
আরো অনেক পড়লে শিশির
নদী হবে সিন্ধু।
কুয়াশায় ঢাকা আমাদের গাঁ
কিছুই দেখা যায় না,
ধোঁয়ার মতন চারদিক সব
সূর্যের আলো পায় না।
কুয়াশায় ঢাকা আমাদের গাঁ
শীতল হাওয়া বয়,
ভোরের পাখি জেগে উঠে
কথাটি যেন কয়।
কুয়াশায় ঢাকা আমাদের গাঁ
পাই না খোঁজে পথ,
মিলে মিশে থাকব শীতে
করছি মোরা শপথ।
কুয়াশায় ঢাকা আমাদের গাঁ
আলো-কুয়াশার মিলন খেলা,
সকালটাই সন্ধ্যা মনে হয়
রবির দেখা বাড়িলে বেলা।।