নিউজ ডেক্স : কুমিল্লায় চান্দিনায় হাইওয়ে পুলিশের সঙ্গে জেএমবি সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় দুই জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস চান্দিনার খাদঘর এলাকায় পৌঁছালে হাইওয়ে পুলিশ বাসটি তল্লাশির জন্য সংকেত দেয়। এ সময় বাসে থাকা জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করলে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে দুই জেএমবি সদস্য আহত হয়। আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি। খবর পেয়ে হাইওয়ে ও জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন।

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।