এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়ায় কাফনের কাপড় পড়ে পদযাত্রা ও গণস্বাক্ষর কর্মসূচিত পালিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় ‘আমরা ১১ জনের (নিহত)’ সৌজন্যে মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

পদযাত্রা কর্মসূচির সমন্বয়ক সৌরভ প্রিয় পালের নেতৃত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইদ্রিস পানু, সুকান্ত তালুকদার, মোহাম্মদ হানিফ, বিপ্লব চৌধুরী, মো. জুয়েল, জীবন মিত্র রাজ, আবদুর রহমান, শফিকুল ইসলাম দিয়া, ইয়াসিন আফ্রিদি, শাহাদত হোসেন, মো. রুবেল ও সাইদুল হাসান।
সমন্বয়ক সৌরভ প্রিয় পাল জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার জন্য সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হোক সেটা চাই না। পদযাত্রাটি সকালে চট্টগ্রাম থেকে শুরু হয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অবস্থান ও গণস্বাক্ষর সংগ্রহ করে কক্সবাজারে গিয়ে শেষ হবে।