নিউজ ডেক্স: শীর্ষ অপরাধী হিসেবে পরিচিত সাজ্জাদ হোসেন প্রকাশ ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে শোনা যায়, তিনি বলছেন, কাড়ি কাড়ি টাকা ঢেলে তিনি তার স্বামীকে ছাড়িয়ে নিয়ে আসবেন।
সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী আরও বলেন, এখন যারা এই ঘটনা ঘটাইছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না; মাথায় রাইখো। এতোদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পলাতক থাকার পালা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষে আমার কাছে আসবে। তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করবো আমরা। আমার জামাই সাজ্জাদের যারা সাপোর্টার আছো সবাই দোয়া করবা, যাতে ১০-১২ দিনের মধ্যে জামিন করাই ফেলতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নাম অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সাজ্জাদ হোসেনের স্ত্রীকে চাইলে শনিবার রাতে গ্রেপ্তার করতে পারতাম। কিন্তু গর্ভবতী হওয়াতে তাকে গ্রেপ্তার করা হয়নি। তবে নজরদারিতে রাখা হয়েছে।
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গ্রেপ্তারের পর রাতেই তাকে নিয়ে চট্টগ্রাম নিয়ে আসে পুলিশ। গত ২৮ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। গত ৩০ জানুয়ারি ‘বুড়ির নাতি’ নামে পরিচিত সাজ্জাদকে ধরিয়ে দিলে তথ্যদানকারী বা সহায়তাকারীকে নগদ অর্থ পুরষ্কারের ঘোষণা দিয়েছিল পুলিশ। -বাংলানিউজ