ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | কলাউজানে টিউবওয়েল মার্কার ব্যাপক গণসংযোগ

কলাউজানে টিউবওয়েল মার্কার ব্যাপক গণসংযোগ

53241020_627565487673186_1219782175331713024_n

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম. ইব্রাহিম কবিরের টিউবওয়েল মার্কার পক্ষে আজ ১১ মার্চ সোমবার বিকেলে ব্যাপক গণসংযোগ করা হয়েছে। গণসংযোগ করা হয় কলাউজানের হিন্দুরহাট, অদু মার্কেট, মরিচ্চপাড়া, মিজান মাষ্টার, নিজতালুক, চিপবাড়ি ও আদারচর এলাকায়।

গণসংযোগ করেন প্রার্থী এম. ইব্রাহিম কবিরের ছোট ভাই সৌদি আরবের ইমাম মুহাম্মদ বিন সাউদ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী আরবি ভাষা ও সাহিত্য গবেষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইসমাইল। সাথে ছিলেন অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক ও মাওলানা আবছার উদ্দিন খতিবীসহ অনেকে। গণসংযোগকালে প্রার্থীর পক্ষে ব্যাপক সাড়া পেয়েছেন বলে তারা জানিয়েছেন।

উল্লেখ্য, এম. ইব্রাহিম কবির লোহাগাাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের প্রখ্যাত আলেমেদ্বীন ও চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক আরবি বিভাগের সহকারি অধ্যাপক হযরত আলহাজ্ব মাওলানা ফৌজুল কবিরের বড় সন্তান এবং চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ভাগিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!