নিউজ ডেক্স : পারিবারিক কারণ দেখিয়ে পুরো ভারত সফর থেকে ছুটি নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। শুরুতে কারণ না জানালেও, পরে ঠিকই জানা গেছে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই মূলত ভারত সফরে যাচ্ছেন না তামিম।
তখন থেকে ভক্ত-সমর্থকদের অপেক্ষা ছিল, কবে মিলবে সুসংবাদ, কবে পৃথিবীর বুকে আসবে তামিম ইকবালের দ্বিতীয় সন্তান। অবশেষে ফুরিয়েছে অপেক্ষার পালা। তামিম ইকবাল ও আয়েশা সিদ্দিকা ইকবালের কোলজুড়ে এসেছে তাদের দ্বিতীয় সন্তান।
যা থেকে বোঝা যায়, এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন তামিম। মা আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে মিলিয়ে যার নাম রাখা হয়েছে আলিশবা ইকবাল খান।
উল্লেখ্য, এর আগে পুত্রসন্তানের বাবা-মা হয়েছিলেন তামিম-আয়েশা দম্পতি। গত ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি তাদের প্রথম সন্তান আরহাম ইকবাল জন্মগ্রহণ করে।