নিউজ ডেক্স : কক্সবাজারের দক্ষিণ রুমালিয়ারছড়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। নিহতের নাম হাবিবুর। সে ওই এলাকার মো. আলমের ছেলে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে মেঝো ছেলের ছুরিকাঘাতে বড় ছেলে হাবিবুর ঘটনাস্থলে মারা যায়।
কক্সবাজার সদর থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘাতককে ধরতে পুলিশের অভিযান চলছে।